সূরা ফাতিহা পড়ার বিধান ও অর্থ ।


সূরা ফাতিহা পড়ার বিধান ও অর্থ 

বিধানঃ

নামাজে "বিসমিল্লাহির" পর সূরা ফাতিহা পড়বে। ইমাম হলে ফজর, মাগরিব ও ইশারা নামাযে প্রথম দুই রাকাআতে সূরা ফাতিহা উচ্চস্বরে পড়বে এবং জো হরে ও আসরে নামাজে অনুচ্চ স্বরে পড়বে।
আর মুক্তাদি হলে নিশ্চুপ থাকবে।
একা নামাজ পড়লে 'বিসমিল্লাহর' পর সূরা ফাতিহা পরবে।


সূরা ফাতিহার অর্থঃ


সকল প্রশংসা আল্লাহর, যিনি জগতসমূহের পালনকর্তা । যিনি দয়াময়, পরম দয়ালু। যিনি কর্ম-ফল দিবসের মালিক।
(ইয়া আল্লাহ !) 
আমরা শুধু তোমারই ইবাদাত করি এবং তোমারই কাছে  সাহায্য চাই।
আমাদেরকে সরল পথের সন্ধান দাও।
তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছ।
তাদের পথ নয় যারা ক্রোধ-নিপতিত ও পথভ্রষ্ট।


আমিন!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ