ওজুর সুন্নাত সমূহ!

ওজুর সুন্নাত আঠারোটিঃ

ওজুর সুন্নাত সমূহ

ওজুর সুন্নাত আঠারোটিঃ
(১) দুই হাতের কব্জি পর্যন্ত ধোয়া,

(২) প্রথমতঃ বিসমিল্লাহ পড়া,

(৩) ওজুর শুরুতে মিসওয়াক করা।
মিসওয়াক না থাকলে আঙ্গুল দ্বারা হলেও মিসওয়াক করা সুন্নাত।

(৪) তিনবার কুলি করা।
এক চিল্লু দ্বারা হলেও কোন অসুবিধা নেই।

(৫) তিন চিল্লু দ্বারা তিনবার নাকে পানি দেওয়া,

(৬) রোজাদার নয় এমন ব্যক্তির যথাসাধ্য উত্তমরুপে কুলি করা ও নাকে পানি দেওয়া,

(৭) এক চিল্লু পানি দিয়ে দাড়ির নীচ থেকে ঘন দাড়ি খিলাল করা,

(৮) সমস্ত আঙ্গুল খিলাল করা,

(৯) ধোয়ার অঙ্গসমূহ তিনবার করে ধৌত করা,

(১০) একবার সমগ্র মাথা মাছাহ করা,

(১১) দুই কান মাছাহ করা, 
মাথা মাছাহ করার পর হাতের বেচে থাকা পানি দ্বারা মাছাহ করলেও অসুবিধা নেই।

(১২) ধোয়ার সাথে অঙ্গ মলা,

(১৩) এক অঙ্গ ধোয়া শেষ করে অপর অপর অঙ্গ ধোয়া,

(১৪) নিয়্যত করা,

(১৫) আল্লাহ তা'য়ালা পবিত্র কোরআনে যেভাবে বর্ণনা করেছেন
 সেভাবে ধারাবাহিকতা রহ মা করা,

(১৬) ডান দিক থেকে শুরু করা,

(১৭) আঙ্গুলের মাথা থেকে এবং মাথার অগ্রভাগ থেকে শুরু করা,

(১৮) ঘাড় মাছাহ করা তবে গাল মাছাহ করা সুন্নাত নয়।
কারও কারও মতে, শেষ চারটি মুস্তাহাব।