দেখুন আমরা কি বলি ও ভাবি আর আল্লাহ কী বলেনঃ
১-আমরা বলিঃআমি একজন ব্যর্থ মানুষ।আর আল্লাহ বলেনঃ সফল হয়েছে তারা যারা এনেছে ঈমান (সূরা আল-মুমিনূনঃ১)
২-আমরা বলিঃজীবন খুব কঠিনআর আল্লাহ বলেনঃ সকল কঠিনের সাথে আছে সহজতা।(সূরা ইনশিরাহঃ ৬)
৩-আমরা বলিঃআমাকে কেউ সাহায্য করে নাআর আল্লাহ বলেনঃ আমাদের ওপর দায়িত্ব হলো বিশ্বাসীদেরকেসাহায্য করা (সূরা রূমঃ ৪৭)
৪- আমরা বলিঃআমি একা,আমার সাথে কেউ নেইআর আল্লাহ বলেনঃ নিঃসন্দেহে আমি তোমার সাথে আছি (সূরা তাহাঃ ৪৬)
৫-আমরা বলিঃআমি বড় গুনাহগার,আমার ক্ষমা হবে নাআর আল্লাহ বলেনঃ নিশ্চয় আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিবেন।
৬-আমরা বলিঃইসলামের নিয়ম-কানুন খুব কঠিনআর আল্লাহ বলেনঃআল্লাহ তোমাদের জন্যে সহজতা চান । (সূরা বাক্বারাহঃ১৮৫)
৭-আমরা বলিঃআমার ওপর অনেক চাপ/কাজআল্লাহ বলেনঃআল্লাহ কাউকেই তার ক্ষমতার চেয়ে কিছু চাপিয়েদেন না (সূরা বাক্বারাহঃ ২৮৬)
৮-আমরা বলিঃআমি যেন হারিয়ে গেছি
আর আল্লাহ বলেনঃআপনি হারিয়ে গেছিলেন, আমিই আপনাকে পথদেখিয়েছি (সূরা দোহাঃ ৭)
৯-আমরা বলিঃশয়তানের চক্রান্ত খুবই শক্তিশালীআর আল্লাহ বলেনঃনিঃসন্দেহে শয়তানের চক্র দূর্বল (সূরা নেসাঃ ৭৬)
১০-আমরা বলিঃআমাদের বিজয় কখন আসবে?আর আল্লাহ বলেনঃআল্লাহর বিজয় খুব কাছে।(সূরা বাক্বারাহঃ ২১৪)
0 মন্তব্যসমূহ
মতামত লিখুন ! আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ ।