গোসলের বিধি-বিধান (A to Z)


গোসলের বিধি-বিধান

যে সব কারণে গোসল ফরজ হয়ঃ
সাতটি বিষয়ের যে কোন একটির কারণে গোসল ফরজ হয়ঃ

(১) বীর্যপাত হওয়া, যখন বীর্য সহবাস ব্যতিরেকে উত্তেজনার কারণে স্বস্থান থেকে পৃথক হয়।
(২) জীবিত মানুষের যনি দ্বারে বা গুহ্যদ্বারে পুরুষাঙ্গের অগ্রভাগ (অর্থাৎ পুরুষাঙ্গের গোল মাথাটি উদ্দেশ্য) প্রবেশ করা এবং পুরুষাঙ্গের অগ্রভাগ কর্তিত ব্যক্তি কর্তিত অংশ পরিমাণ প্রবেশ করা,

(৩) মৃত মানুষ বা চতুষ্পদ প্রাণীর সাথে সঙ্গম করার কারণে  বীর্যপাত হওয়া,

(৪) নিদ্রার পূর্বে  পুরুষাঙ্গ দণ্ডায়মান না থাকলে  নিদ্রা থেকে জাগ্রত হওার পর  তরল  পানি প্রত্যহ্ম করা,

(৫) নেশা বা বেহুঁশ অবস্থা থেকে সুস্থ হওার পর (শরীর) সিক্ততা প্রত্যহ্ম করা ,

যা বীর্য বলে ধারণা হয়।

(৬) হায়েযের কারনে ,

(৭) নেফাসের কারণে,

যদি এ সকল ইসলাম গ্রহণের পূর্বেও সঙ্ঘটিত হয় তবুও বিশুদ্ধতম অভিমত অনুযায়ী 

গোসল ফরজ হবে।

বি;দ্রঃ মৃত ব্যক্তি গোসল করানো ফরজে কিফায়া। 

এবার জেনে নেয়া যাক গোসলের কয় ফরজ?
পসিদ্ধমতে গোসলের ফরজ তিনটিঃ
(১) কুলি করা,
(২) নাকের ভিতর পানি দেয়া,
(৩) সমস্ত শরির খুব ভালো ভাবে একবার ধোয়া, যাতে কোন অংশ বাকি না থাকে।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ